Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ এপ্রিল ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রহনপুর ব্যাটালিয়নের অভিযানে সোনামসজিদ সীমান্ত থেকে ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিনসহ ০২ জন অস্ত্র ব্যবসায়ী আটক।


প্রকাশন তারিখ : 2023-04-14
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর রহনপুর ব্যাটালিয়নের অভিযানে সোনামসজিদ সীমান্ত থেকে ০১টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিনসহ ০২ জন অস্ত্র ব্যবসায়ী আটক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক রাত ০২০০ ঘটিকায় বিজিবি'র রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার এর নেতৃত্বে দু'টি বিশেষ টহলদল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী নামক স্থানে একটি বাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত স্থান থেকে ০১টি 7.65 mm বিদেশী পিস্তল ( আমেরিকান তৈরী), ০৬ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিনসহ ০২ জন অস্ত্র ব্যবসায়ী (১) মোঃ শহিদুল (৩০) পিতা- মোর্শেদ আলী, গ্রাম- কয়লাবাড়ী, ডাকঘর- সোনামসজিদ, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এবং (২) মোঃ দেলোয়ার হোসেন (২৫)পিতা- মোর্শেদ আলী, গ্রাম- কয়লাবাড়ী, ডাকঘর- সোনামসজিদ, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করতে সক্ষম হয়। আটককৃত পিস্তল, গুলি ও ম্যাগাজিনের আনুমানিক সিজারমূল্য-১,২৩,২০০/- (এক লক্ষ তেইশ হাজার দুইশত) টাকা।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 7 people and text that says "রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পিস্তল ম্যাগাজিন মোবাইল ব্যাটালিয়ন (৫৯ বিলিদী বং্পুর বর্ডার গার্ড বাংলাদেশ"
 
 
  •