Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মার্চ ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের গোগা সীমান্ত থেকে ১.৫৫৬ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক ।


প্রকাশন তারিখ : 2023-03-21
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোরের গোগা সীমান্ত থেকে ১.৫৫৬ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটক ।
অদ্য ২১ মার্চ ২০২৩ তারিখ বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নির্দেশনায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ গোগা বিওপি’র একটি টহলদল মেইন পিলার ১৭/৭ এস এর ৩৮ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোগা বাজার হতে দক্ষিণ দিকে জব্বারের মোড় নামক স্থানে পাকা রাস্তার পার্শ্বে অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল ০১ জন লোককে পায়ে হেঁটে আসতে দেখে এবং টহলদলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে পিছন থেকে ধাওয়া করতঃ আটক করে। আটককৃত ব্যক্তইর পরিচয়- মোঃ কামরুল (৩৩), পিতা- মোঃ কুদরতউল্লাহ সরদার, গ্রাম- গাজীপাড়া, ডাকঘর- গোগা, থানা- শার্শা, জেলা- যশোর বলে জানা যায়। পরবর্তীতে বর্ণিত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের পিছনের দিকে জলপাই রঙের কাপড়ের ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১.৫৫৬ কেজি ওজনের ১৩ পিস স্বর্ণের বার উদ্ধার করে। আটককৃত ব্যক্তি স্বর্ণের বারগুলো গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল বলে জানা যায়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য- ১,৩১,৭৯,৩২০/- (এক কোটি একত্রিশ লক্ষ ঊনআশি হাজার তিনশত বিশ) টাকা।
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
May be an image of 5 people, people standing, outdoors and text