Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ August ২০১৭

কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ১৮,৫৭,৬০০/- টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-08-27

২৭ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র একটি বিশেষ টহলদল কোতয়ালী থানার অন্তর্গত কেরানীনগর নামক স্থান হতে ১৫ বোতল হুইস্কি এবং ০৩ বোতল ফেন্সিডিল ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৭ বোতল হুইস্কি, ৩১ বোতল ফেন্সিডিল, ২৫০৫০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ৬২৫ কেজি পোস্তদানা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১৮,৫৭,৬০০/- (আঠার লক্ষ সাতান্ন হাজার ছয়শত) টাকা।