১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপি’র টহলদল কোতয়ালী থানার অর্ন্তগত অরণ্যপুর নামক স্থান হতে ২০ টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান (২৫), পিতা- দেলু মিয়া, গ্রাম- রাজমঙ্গলপুর, পোষ্ট- বিবির বাজার, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে। ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও একই দিনে অপর একটি অভিযানে বিবির বাজার বিওপি’র টহলদল বৌয়ারা বাজার বটতলা নামক স্থান হতে ০৭ কেজি গাঁজাসহ মোঃ লিটন মিয়া (৩৫), পিতা- মোকসেদ মিয়া, গ্রাম- গোবিন্দপুর, পোষ্ট- মোঘলটুলী, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে। গাঁজাসহ আটককৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে ১৭ বোতল ভারতীয় হুইস্কি, ৩১ বোতল ফেন্সিডিল, ২৪,৯৮০ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৬.৩ সিএফটি সেগুন কাঠ, ১২,০০০ টি মুলি বাঁশ, গাড়ীর বিভিন্ন প্রকার যন্ত্রপাতি এবং ০৯ টি গরু আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ১০,৯০,৯০০/- (দশ লক্ষ নব্বই হাজার নয়শত) টাকা।