Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ নভেম্বর ২০২২

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোর শার্শার পাঁচভূলাট সীমান্ত থেকে ৬,৮০,২০,০০০/- (ছয় কোটি আশি লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৯.৫৫৮ কেজি ওজনের মোট ৮২ পিস স্বর্ণের বার জব্দ।


প্রকাশন তারিখ : 2022-11-17
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর খুলনা ব্যাটালিয়নের অভিযানে যশোর শার্শার পাঁচভূলাট সীমান্ত থেকে ৬,৮০,২০,০০০/- (ছয় কোটি আশি লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের ৯.৫৫৮ কেজি ওজনের মোট ৮২ পিস স্বর্ণের বার জব্দ।
অদ্য ১৭ নভেম্বর ২০২২ তারিখ বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়কের দিকনির্দেশনায় অধীনস্থ পাঁচভূলাট বিওপি’র হাবিলদার মোঃ মালেক গাজীর নেতৃত্বে বিজিবি'র একটি টহলদল পাঁচভূলাট গ্রামস্থ রহমতপুর ইট ভাটা সংলগ্ন কাঁচা রাস্তার ওপর গোপনে অবস্থান নেয়। এমন সময় বিজিবি টহলদল মোটর সাইকেলযোগে মোহাম্মদ মেহেদী নামক একজন ব্যক্তিকে আসতে দেখে। লোকটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় মোটর সাইকেলটি টহলদলের নিকটবর্তী আসলে বিজিবি টহলদল তাকে থামতে বলে। সে না থেমে আরও দ্রুত গতিতে মোটর চালিয়ে পালাবার চেষ্টা করে। বিজিবি টহলদল বাঁশের লাঠি দিয়ে তাকে থামানোর চেষ্টা করলে বাঁশে প্রতিহত হয়ে লোকটি মোটরসাইকেল হতে ছিটকে পড়ে এবং তার সাথে থাকা একটি ব্যাগ রাস্তার পার্শ্বে পড়ে যায়। বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করে এবং লোকটিকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে সে দৌড়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ব্যাগটি তল্লাশি করে ৯.৫৫৮ কেজি ওজনের মোট ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬,৮০,২০,০০০/- (ছয় কোটি আশি লক্ষ বিশ হাজার) টাকা। এছাড়া স্বর্ণ পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পলাতক স্বর্ণ পাচারকারী হলো- মোহাম্মদ মেহেদী (২৫), পিতা-মোঃ আব্দুল করিম, গ্রাম-পুটখালী, পোস্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা–যশোর।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
May be an image of 6 people, people standing and motorcycle