২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখ জয়পুরহাটে অবস্থিত ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মংলা বিশেষ ক্যাম্পের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে নন্দীপুর গ্রামে অভিযান পরিচালনা করে ২৬,৮০০ পিস ভারতীয় Tab COFIMOL আটক করে। আটককৃত Tab COFIMOL এর সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৮,০৪,০০০/- (আট লক্ষ চার হাজার) টাকা।