১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ারা বাজার বিওপি’র শাহাপুর পোষ্ট এর টহল দল কুমিল্লার কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর ব্রীজ মাথা নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দেলোয়ার হোসেন (৩৫), পিতা- মোঃ আব্দুল খালেক, গ্রাম+পোষ্ট- গোবিন্দপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে আটক করে। ইয়াবাসহ আটককৃত ব্যক্তিকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও উক্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য বিওপি’র টহল দল অভিযান পরিচালনা করে ১৬ বোতল ভারতীয় হুইস্কি, ০২ বোতল বিয়ার, ০১ টি বিয়ার ক্যান, ৬,০০০ পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ০৭ ঝুড়ি পান আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ২,১২,২৫০/- (দুই লক্ষ বার হাজার দুইশত পঞ্চাশ)টাকা।