বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রাজশাহী ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ১.৫০০ কেজি ভারতীয় হেরোইন জব্দ ।
প্রকাশন তারিখ
: 2023-06-03
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রাজশাহী ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ১.৫০০ কেজি ভারতীয় হেরোইন জব্দ ।
অদ্য ০৩ জুন ২০২৩ তারিখ সকালে বিজিবি'র রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অতঃপর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ রাজশাহীর কাটাখালি থানাধীন তালাইমারী সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তালাইমারী বিওপি’র হাবিঃ সিগঃ মোঃ সোলায়মান হকের নেতৃত্বে বিজিবি'র বিশেষ টহলদল তালাইমারী সীমান্তবর্তী মিডিল চর নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থানে তল্লাশি করে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে তার ভেতর থেকে ১.৫০০ কেজি ভারতীয় হেরোইন জব্দ করে। জব্দকৃত হেরোইনের সিজারমূল্য ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা।
উদ্ধারকৃত হেরোইন কাটাখালী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।