০৭ আগস্ট ২০১৭ তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকায় কক্সবাজারে অবস্থিত ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ নিয়মিত তল্লাশীর প্রাক্কালে কক্সবাজার জেলার রামু উপজেলা মরিচ্যা যৌথ চেকপোষ্টে টেকনাফ হতে চট্টগ্রামগামী যাত্রীবাহী এস আলম বাস তল্লাশী করে মোঃ ফজল করিম (২৫), পিতা-মৃত কালা চান, গ্রাম-পশ্চিম সাতঘরিয়া, পোষ্ট-নওয়াপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর শরীরে (জাঙ্গিয়ার ভিতরে) অতি কৌশলে লুকায়িত অবস্থায় ২১৬০ পীস বার্মিজ ইয়াবা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৬,৫৩,৫০০/- (ছয় লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশত) টাকা।