গত ০৬ আগস্ট ২০১৭ তারিখ কুমিল্লায় অবস্থিত ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ারা বাজার (একবালিয়া পোষ্ট) বিওপি’র একটি বিশেষ টহলদল সদর দক্ষিণ থানার অন্তর্গত যাত্রাখিল নামক স্থান হতে ২০ বোতল হুইস্কি এবং ১৫ বোতল ফেন্সিডিল ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৩ বোতল হুইস্কি, ৪২০টি তালা, ১২২ কেজি জিরা এবং ০১ টি মোটর সাইকেল মালিকবিহীন অবস্থায় আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১২,৪১,৩০০/- (বার লক্ষ একচল্লিশ হাজার তিনশত) টাকা।