০৪ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক ০৭৪০ ঘটিকায় ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূণ এলাকার সাদিপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০১ (এক) জন আসামীসহ ২২,৭০০ ইউএস ডলার আটক করে। বাংলাদেশী টাকায় যার আনুমানিক মূল্য ১৮,৬১,৪০০/- (আঠার লক্ষ একষট্টি হাজার চারশত) টাকা।