গত ০৩ অক্টোবর ২০১৯ তারিখ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কাশিপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৯৪৫/এমপি হতে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ধনী গাগলা বড়ঘাট জামে মসজিদ চৌকিদার মোড় নামক স্থান হতে ২২৪ পিচ ভারতীয় শাড়ী আটক করে। আটককৃত শাড়ীর সিজার মূল্য- ২৬,৮৮,১১০/- টাকা।
প্রকাশন তারিখ
: 2019-10-04
Share with :
মহাপরিচালক
মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম (বার), এনডিসি, পিএসসি